দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিরকুমারত্বের অবসান ঘটিয়ে অবশেষে ৭০ বছর বয়সে এসে বিয়ে করেছেন শওকত আলী। ৭০ বছর বয়সে বাগেরহাটের মোংলার ৩৫ বছর বয়সী কনে শাহেদা বেগম নাজুকে বিয়ে করেছেন তিনি।
জাঁকজমকভাবে সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেন বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের মৃত নওশের আলীর ছেলে আলহাজ্ব হাওলাদার শওকত আলী।
১০ লাখ ১ টাকা দেনমোহরানায় নগদ ৫ লাখ টাকা উসুলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে এই বিবাহ সম্পন্ন হয়।
বরের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাগেরহাটের রামপাল সরকারি কলেজের প্রফেসর ছিলেন শওকত আলী। অবসরে আসার পর বর্তমানে অনেকটা একাকিত্ব বোধ করছিলেন তিনি। এক সময় পরিবারে হাল ধরতে ও ভাইবোনদের মানুষ করতে গিয়ে সংসার করা হয়েই ওঠেনি তার। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষাকতা, ভাইবোন এবং সমাজ সেবায় পার করেছেন। তাকে বিয়ের কথা বলা বলেও সে কখনও বিয়ে করতে রাজিই হননি। সারাজীবন চিরকুমার থাকবেন বলেও জানাতেন তিনি।
সংবাদ মাধ্যমকে বরের নিকটাত্নীয় আ. হালিম খোকন জানিয়েছেন, তিনি আমাদের বড়ো ভাই, তার কাছেই মানুষ হয়েছি, সারাটা জীবন তিনি আমাদের সুখে-দুঃখে বটবৃক্ষের মতোই আগলে রেখেছেন। বর্তমানে আমরা নিজেদের নিয়ে কর্ম ও ব্যবসার কাজে ব্যস্ত থাকি যে কারণে অবসরে আসার পর তিনি অনেকটা একাকিত্ব বোধ করছিলেন। এই একাকিত্ব দূর করতে এবং দেখভাল করার জন্যই তার একজন সঙ্গিনী খুবই দরকার ছিল।
তাই আমরা তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকলে সে একটা সময় এসে বিয়েতে মত দেন। পরে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের জনৈকা কন্যা সন্তানের জননী (বিধবা) শাহিদা আক্তার নাজুর (৩৫) সঙ্গে বিবাহ সম্পন্ন হলো। কনের পূর্বের সংসারের মেয়ের দায়িত্বও নিয়েছেন শওকত আলী। তারা বর্তমানে সুখে শান্তিতেই সংসার করছেন। আগামীতে বর-কনে হজ্বে যাবেন বলেও জানান খোকন। নতুন দম্পতির জন্য দোয়া কামনা করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।