দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র একটি রক্ত পরীক্ষার মাধ্যমে ৫০ ধরনেরও বেশি ক্যান্সার শনাক্তে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ গবেষণা করে যাচ্ছেন। ট্রায়ালে ক্যান্সার চিকিৎসায় সত্যিকার অর্থেই আশার আলোও দেখতে পেয়েছেন বলে দাবি গবেষকদের।
ইংল্যান্ড এবং ওয়েলসে ক্যান্সারের সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন, এমন ৫ হাজার মানুষের ওপর এই গবেষণাটি চালানো হয়। এই পরীক্ষার মাধ্যমে তাদের প্রতি ৩ জনের মধ্যে ২ জনের ক্যান্সার নির্ভুলভাবে শনাক্ত হয়েছে। এমনকি ৮৫ শতাংশ পজিটিভ রোগীর ক্ষেত্রে ক্যান্সারের মূল উৎস শনাক্ত করাও সম্ভব হয়েছে। খবর স্কাই নিউজ ও বিবিসির।
গবেষকরা মনে করছেন, শনাক্ত করতে বেগ পেতে হয়, এমন ক্যান্সারের ক্ষেত্রেও এই পরীক্ষা ভালো ফল দিতে পারে। বিশেষ করে, মাথা, ঘাড়, অন্ত্র, ফুসফুস, অগ্ন্যাশয় এবং গলার ক্যান্সার।
একসঙ্গে বিভিন্ন ক্যান্সার শনাক্তের পরীক্ষাকে বলা হচ্ছে ‘গ্যালারি টেস্ট’। ক্যালিফোর্নিয়ার কোম্পানি গ্রেইল এই গ্যালারি টেস্টটি আবিষ্কার করেছে। সুপ্ত ক্যান্সার শনাক্ত করতে পারে কি-না, তা দেখতে বর্তমানে ক্যান্সার উপসর্গ নেই এমন হাজারও মানুষের মধ্যে এই পরীক্ষাটি চালাচ্ছে জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ। এই গবেষণার প্রাথমিক ফল আগামী বছর হয়তো আসতে পারে। যদি সফলতা আসে তাহলে ২০২৪ এবং ২০২৫ সালে আরও ১০ লাখ মানুষের ওপর এই গবেষণাটি চালানোর কথা চিন্তা-ভাবনা করছে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা বিভাগ।
উল্লেখ্য যে, আমরা সবাই জানি ক্যান্সার এমন একটি মারণব্যধি যা আগে থেকে ধরা না পড়ার কারণে সঠিকভাবে বা সময় মতো চিকিৎসা দেওয়া যায় না। যে কারণে বহু মানুষের মৃত্যু ঘটছে এই মারণব্যধিতে। তবে এই পদ্ধতি অর্থাৎ সুপ্ত অবস্থায় ক্যান্সার শনাক্ত পদ্ধতি আবিষ্কার হলে বহু মানুষ সুস্থ্য জীবন যাপন করতে পারবেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।