দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। আজ সোমবার আদালত এই আদেশ দেন।
জানা যায়, আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপি নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে খালাস দেয়। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। সেইসাথে হাইকোর্টে পুনরায় আপিল নিষ্পত্তি করতে বলা হয়েছে ওই আদেশে।
আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেন আদালত।
দুদকের পক্ষে মামলায় ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে আইনজীবী মৌলভী ওয়াহিদুল্লাহ মামলা পরিচালনা করেন।
খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেছেন, আদালত খালাসের রায় বাতিল করে হাইকোর্টে পুনরায় আপিল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। এর ফলে টুকুর আপিল বহাল থাকছে।
উল্লেখ্য, জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৫ নভেম্বর ইকবাল হাসান মাহমুদ টুকুকে পৃথক ধারায় ৯ বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। ওই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন তিনি। শুনানি শেষে ২০১১ সালের ১৬ জুন হাইকোর্ট তাঁর আপিল মঞ্জুর করে ইকবাল হাসান মাহমুদ টুকুকে খালাস দেন আদালত।