দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে চট্টগ্রাম রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই আগুন দেওয়া হয়।
জানা যায়, ভোরে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল সুবর্ণ এক্সপ্রেস। কতিপয় দুর্বৃত্তরা ট্রেনের বগিতে আগুন ধরিয়ে দেয়। কেও কোন কিছু বুঝে ওঠার আগেই ৫টি বগিতে দাও দাও করে জ্বলতে থাকে আগুন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে হাজির হয়। ৬টি অগ্নি নির্বাপণ গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ অবস্থায় রেলস্টেশনের এক কর্মকর্তা জানান, ট্রেনের যাত্রা বাতিল হবে না। পুড়ে যাওয়া বগি বাদে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন পর্যন্ত এ বিষয়ে কাওকে গ্রেফতার করতে পারেনি। স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে স্টেশন কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।