দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার ওন্টারিও প্রদেশের রাজধানী টরেন্টো শহরে ১৯৮৪ সালের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে গত বৃহস্পতিবারের তাপমাত্রা। টরেন্টো শহরের বাসিন্দারা ওইদিন একটি ঝকঝকে, সুন্দর দিন কাটিয়েছেন।
তবে সেদিনের তাপমাত্রা বিগত বছরগুলোর ফেব্রুয়ারির তাপমাত্রার রেকর্ডকে অতিক্রম করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।
বসন্তের এই সময় বৃহস্পতিবার ওই শহরের তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরে সন্ধ্যা নাগাদ তাপমাত্রা কমে নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াসে।
গত বছরের ফেব্রুয়ারিতে তাপমাত্রা রেকর্ড করে। সেসময় ওই বছরের ফেব্রুয়ারির ৩ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৩৮ সাল হতে টরেন্টো শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৯৮৪ সালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, এর পূর্বে গত শনিবার শহরের তাপমাত্রা আগের রেকর্ড ভেঙেছিলো। ২০১১ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে গত শনিবারের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ছিলো।