দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ সফরে এসে অস্ট্রেলীয়া টেস্ট নয়, ওয়ানডে খেলতে চায়। ইতিপূর্বে তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে।
র্দীঘ ৯ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা থাকলওে নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বলে সফর স্থগিত করেছিলো অস্ট্রেলীয়া। তবে ইংল্যান্ড বাংলাদেশে সফরের পর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশে খেলার মনোভাব ব্যক্ত করে। তবে একটি বিশ্বস্ত সূত্রে বলা হয়েছে, বাংলাদেশ সফরে এসে টেস্টের পরিবর্তে ওয়ানডে খেলতে আগ্রহী অস্ট্রেলীয়া।
জানা গেছে, বাংলাদেশ-অস্ট্রেলীয়ার প্রস্তাবিত সূচি অনুযায়ী চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২৭ আগস্ট হতে। এরপর ঈদুল আজহার বিরতির পর ঢাকার মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয় ৬ সেপ্টেম্বর। তবে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৩ অক্টোবর পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতে আসবে অস্ট্রেলীয়া ক্রিকেট দল। ভারতে যেহেতু তখন শুধুই ওয়ানডে খেলতে আসবে, সে কারণে বাংলাদেশকে দিয়েই তাদের প্রস্তুতিটা সারতে চাচ্ছেন অস্ট্রেলীয়া দল।
যদিও ওয়নডে খেলার মনোভাবের কথা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানয়নি অস্ট্রেলীয়া, বিসিবিকে শুধু আকারে ইঙ্গিতে জানিয়েছে তারা। তবে সময়ই বলে দেবে আসলে কি খেলতে আসবে অস্ট্রেলীয়া ক্রিকেট দল।