দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেকেই জানি না ইরেজারের নীল অংশটির সঠিক ব্যবহার। আমরা জানতাম নীল অংশ দিয়ে কলমের দাগ উঠানো হয়। আসলেও কী তাই? বিষয়টি জেনে নিন আজ।
আমরা ছোটবেলা হতেই দেখে আসছি দু’রঙা ইরেজার। এক অংশ সাদা বা লাল আর আরেক অংশ হলো নীল। তবে আমরা স্বাভাবিকভাবে জানতাম সাদা বা লাল অংশ দিয়ে পেন্সিলের দাগ উঠানো হয়। আর নীল অংশ দিয়ে কলমের দাগ উঠানো হয়। কিন্তু আমাদের এতোদিনের সেই ধারণা ভুল।
কেনো এমন দু’টি রঙে রাঙানো থাকে ইরেজারগুলি, আর নীল রঙের অংশটির কাজইবা কী? আমাদের প্রচলিত ধারণা হলো, নীল রঙের অংশটি দিয়ে কাগজ থেকে পেনের কালির আঁচড় মোছা যায়। অথচ পেনের দাগের উপর ইরেজারের নীল অংশটি বোলালে কালির দাগ কখনও উঠতে দেখা যায় না। বরং কাগজ ছিঁড়ে যায় অনেক সময়। দাগ ওঠে না। তাহলে এই নীল রঙের অংশের কাজ কী?
এবার সত্যিই এই নীল অংশের কাজের বিষয়ে একটি তথ্য পাওয়া গেছে। আর তা হলো পেনের দাগ নয়, বরং নীল রঙের প্রান্তটির অন্য একটি কাজ রয়েছে। সাদা বা লাল অংশটি আসলে পেনসিলের হালকা দাগ মোছার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ইরেজারের এই প্রান্তটিই অপেক্ষাকৃত নরম। যে কারণে পেনসিলের হালকা দাগ এই অংশের আলতো ঘষায় খুব সহজেই উঠে যায়।
আর নীল অংশটি ব্যবহার করা হয় পেনসিলের মোটা ও স্পষ্ট আঁচড়ওয়ালা দাগ মোছার জন্য। এই অংশটি আসলে ইরেজারের শক্ত প্রান্ত। যখন বালি-বালি ধরনের আর্ট পেপারে মোটা হয়ে পড়ে পেনসিলের দাগ, তখন এই নীল অংশটি কাজে লাগিয়ে মুছে ফেলা সহজ হয় সেই দাগ। এক্ষেত্রে কাগজ নোংরা বা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। তবে যেহেতু এই অংশটি শক্ত তাই খুব সাবধানে মুছতে হবে।