দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিতীয় দফায় বৃদ্ধিকরা গৃহস্থালি গ্যাসের মূল্যবৃদ্ধিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল (রবিবার) বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
এই রায়ের পরিপ্রেক্ষিতে এখন হতে আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রাহকের নিকট হতে এক চুলার জন্য ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা নিতে হবে। ১ আগস্ট হতে নির্ধারিত এই দাম বহাল রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশ পত্রিকাতে বিজ্ঞপ্তি আকারে জনগণকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি)।
গত ২৮ ফেব্রুয়ারি এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ দ্বিতীয় দফা গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেন। এই আদেশটি স্থগিত চেয়ে আবেদন করে বিইআরসি। গত ৩০ মে সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ দিয়ে ৫ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় ওই দিন বিষয়টি শুনানির জন্য উঠানো হয়। ওইদিন শুনানি নিয়ে চেম্বার বিচারপতির দেওয়া এই স্থগিতাদেশ বহাল রাখে আপিল বিভাগ। তাছাড়া গ্যাসের দাম বৃদ্ধি প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতেও বলা হয়।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। ওই গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দফায় ১ মার্চ এবং ২য় দফায় ১ জুন হতে দাম বাড়ার কথা বলা হয়। বিইআরসির আদেশ অনুযায়ী মার্চ হতে আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য ৭৫০ (পূর্বে ছিল ৬০০) এবং দুই চুলার জন্য ৮০০ টাকা (পূর্বে ছিল ৬৫০) বিল দেওয়ার কথা বলা হয়। অপরদিকে জুন হতে এক চুলার জন্য ৯০০ এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দেওয়ার কথা বলা হয়। ওই গণবিজ্ঞপ্তিটির বৈধতা চ্যালেঞ্জ করে ক্যাবের কনজ্যুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন রিট করেন আদালতে।