দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের আসামে নির্মিত হয়েছে বিশ্বের সর্ববৃহৎ বাশেঁর দুর্গা প্রতিমা। ১শ ১ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমা গিনেস বুক অব রেকর্ডে নাম লিখাতে চলেছে।
এবছর শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ভারতের আসামে বিশ্বের সর্ববৃহৎ বাশেঁর ভাস্কর্য হিসেবে নির্মিত হয়েছে। এটির উচ্চতা ১শ ১ফুট। এই দুর্গা প্রতিমাটি গিনেস বুক অব রেকর্ডে নাম লিখাতে চলেছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, আসামের বিখ্যাত শিল্প নির্দেশক নুরুদ্দিন আহমেদের পরিকল্পনায় ৪০ জন সহ-শিল্পী রাত-দিন কাজ করে ভারতের আসামের গুয়াহাটির বিষ্ণপুর সার্বজনীন পূজা কমিটির জন্য এই প্রতিমটি তৈরির কাজ শুরু করে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত নুরুদ্দিন জানিয়েছেন, ৫ হাজার বাঁশ ছাড়া অন্য কোনো উপকরণ ব্যবহার করা হয়নি এই প্রতিমাটি নির্মাণে।
গত ১ অগাস্ট হতে প্রতিমার কাজ শুরু হয়। এই প্রতিমাটি ১শ’ ১০ ফুট উচুঁ বানানোর কথা থাকলেও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় শেষ পর্যন্ত উচ্চতা কমিয়ে ১’শ ১ ফুট করা হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। বিশাল উচ্চতায় বিশ্বের প্রথম প্রতিমা হিসেবে এটি গ্রীনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিবে বলে আয়োজকরা আশা করছেন।