দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি নিয়ে এলো নতুন ফ্ল্যাগশিপ ফোন এক্সপেরিয়া এক্সজেড১। নতুন এই ফোনটিতে রয়েছে ১০৮০x১৯২০ পিক্সেলের ৫ দশমিক ২ ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিণ।
সনির নতুন এই ফ্ল্যাগশিপ ফোন এক্সপেরিয়া এক্সজেড১ বাজারে এসেছে। নতুন এই ফোনটিতে রয়েছে ১০৮০x১৯২০ পিক্সেলের ৫ দশমিক ২ ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিণ।
এক্সপেরিয়া এক্সজেড১ নতুন ফোনটির র্যাম ৪ গিগাবাইট। ফোনটিতে রয়েছে অভ্যন্তরীণ মেমরি৬৪ গিগাবাইট। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।
এক্সপেরিয়া এক্সজেড১ ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১.৯ গিগাহার্টজের অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ সিপিইউ। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে, ৮.০ অরিও।
আকর্ষণীয় ফিচারের মধ্যে ফোনটিতে আরও রয়েছে ফোরকে ভিডিও ধারণ করার সক্ষম ১৯ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ফ্রন্টে সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। মোবাইলটিতে জুড়ে দেওয়া হয়েছে ২৭০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
এক্সপেরিয়া এক্সজেড১ ফোনটির ওজন মাত্র ১৫৫ গ্রাম। সনির নতুন এই ফ্লাগশিপ ফোনটির মূল্য ৭০০ ডলার।