দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও করোনা ভাইরাসকে চীনা ভাইরাস আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, পৃথিবী থেকে ইতিমধ্যে করোনা ভাইরাস উধাও হতে শুরু করেছে।
শনিবার হোয়াইট হাউসে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সুস্থ না হয়েই ডোনাল্ড ট্রাম্প সমাবেশে অংশ নিয়েছেন।
সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে গাইলেন নিজের গুণগান। বললেন, কিছুদিনের মধ্যেই করোনার আর কোনো নামগন্ধই থাকবে না।
করোনায় আক্রান্ত হবার পর হোয়াইট হাউজে প্রথমবারের মতো সমাবেশে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি খুব ভালো রয়েছেন। যদিও এখনও করোনা থেকে তিনি পুরোপুরি মুক্ত হননি। তারপরও মুখ থেকে মাস্ক খুলে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য ভ্যাকসিন বাজারে আনতে খুব দ্রুত গতিতে কাজ করছেন বিজ্ঞানীরা, খুব শীঘ্রই বাজারে চলে আসবে। ভ্যাকসিন এলে পুরো বিশ্ব থেকেই চীনা ভাইরাস চলে যাবে বলে আশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।
কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশী নির্যাতনের কারণে সমালোচিত ডোনাল্ড ট্রাম্প বলেন, কৃষ্ণাঙ্গসহ সব ধর্ম বর্ণের মানুষের প্রতি তার যথেষ্ট সম্মান ও সমর্থনও রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন গত চার বছরে অপরাধ কমিয়ে আনতে সক্ষম হয়েছে। সেজন্য তিনি পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। তবে ওবামা প্রশাসনের সমালোচনা করতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।