দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনে চলছে নির্মমতা। বহু শিশু ও নারীসহ বেসামরিক নাগরিকের মৃত্যু ঘটেছে। ইসরায়েলী বিমান হামলায় গাজার পশ্চিমে শরণার্থীশিবিরে এক পরিবারের ১০ সদস্য নিহত হন। শুধু বেঁচে রয়েছে ওই পরিবারের ৫ মাস বয়সী এক শিশু।
বিমান হামলা থেকে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে ওই শিশুটি। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে এখনও লাগাতার সংঘর্ষ চলছে।
গত পরশু (শনিবার) গাজার পশ্চিমে শরণার্থীশিবিরে ইসরায়েলী বিমান হামলা থেকে বেঁচে যাওয়া ওই শিশুটির নাম ওমর আল হাদিদি। হামলায় শিশুটির মা, চার ভাইবোন এবং স্বজনরা নিহত হন।
ওই হামলার সময় শিশুটির বাবা মোহাম্মদ আল হাদিদি বাড়িতে ছিলেন না। তিনি রয়টার্সকে বলেছেন, ‘ওই শরণার্থীশিবির হতে কোনো রকেট হামলা চালানো হয়নি। সেখানে শুধু শিশু এবং নারীরা ছিল। কোন অপরাধে তাদেরকে এভাবে মেরে ফেলা হলো?’
ওমরের চিকিৎসক বলেন যে, ‘৫ মাস বয়সী শিশুটির অবস্থা ভালো না। শিশুটির পায়ের হাড় ভেঙে গেছে। সারা শরীরেই আঘাতের দাগ।’
স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ওইদিন ভোরে গাজায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনিরাও তেল আবিবকে লক্ষ্য করে রকেট ছুড়েছে। ইতিমধ্যেই তেল আবিব ছেড়ে অনেক ইসরায়েলী নিরাপদ জায়গায় পালিয়ে গেছেন।
রয়টার্সের খবরে জানা যায়, গত সোমবার সহিংসতা শুরুর পর থেকে এই পর্যন্ত গাজায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে ৪১ জনই শিশু।
উল্লেখ্য, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের শুরু গত সপ্তাহে। জেরুজালেমের আল-আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। বলা হচ্ছে যে, বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েলী এবং ফিলিস্তিনিদের মধ্যে এটিই হচ্ছে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। বড় ধরনের সংঘর্ষের সূচনা হয় গত সোমবার পূর্ব জেরুজালেমে। সেই সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।