দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশু হারানোর কাহিনী মাঝে-মধ্যেই আমাদের দেখতে হয়। আর হারিয়ে গেলে জিডি করাসহ নানা রকম হজিমতে পড়তে হয়। শিশুকে খুঁজে পেতে কতো ঝামেলায় না পোহাতে হয়। তবে এবার হারানো শিশুদের খুঁজে পেতে আসছে ‘নিখোঁজ’ অ্যাপ।
মনে করুন পাবনার এক শিশু হারিয়ে গেছে। পরিবার তাকে হন্যে হয়ে খুঁজছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা-বাবা। তবে কোথাও শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছে না। সে হয়তো রয়েছে রাজধানী ঢাকা বা অন্য কোনো শহরে। এই হারানো শিশুদের খুঁজে পাওয়ার জন্য সহায়তা করবে ‘নিখোঁজ’ নামে নতুন একটি অ্যাপ।
এই অ্যাপটি নিয়ে আসছে থার্ড আই সোশ্যাল টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান। এই অ্যাপসটির নাম দেওয়া হয়েছে ‘নিখোঁজ’। এটাতে রয়েছে দুটো অপশন। প্রথম অপশন হলো – ‘অ্যাড চিলড্রেন’, অর্থাৎ হারিয়ে যাওয়া শিশু সম্পর্কে ছবিসহ বিস্তারিত তথ্য এবং দ্বিতীয় অপশনে ‘ফাইন্ড চিলড্রেন’ – কেও যদি হারিয়ে যাওয়া কোনো শিশুর সন্ধান পান, তাহলে শিশুটিকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে চাইলে এই অপশনে ছবি আপলোড করে তাকে সার্চ দিতে হবে।
এই নতুন অ্যাপটির উদ্যোক্তা মইনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, এই প্রক্রিয়াটি এখনও প্রাথমিক অবস্থাতেই রয়েছে। এর সঙ্গে পুলিশের সহায়তাও প্রয়োজন। তাছাড়াও, যিনি হারিয়ে যাওয়া শিশুকে পাওয়ার পর ফিরিয়ে দিতে চাইবেন, তার বিষয়েও সব তথ্য দিতে হবে।
হারিয়ে যাওয়া শিশুকে স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি থানা কিংবা দায়িত্বশীল কোনো সংস্থার মাধ্যমে করার কথা জানিয়েছেন তিনি।
অ্যাপটির উদ্যোক্তা মইনুল আরও বলেছেন, এই বষিয়টি ও এই উদ্যোগটি খুবই স্পর্শকাতর এবং সচেতনতামূলকও বটে। তাই এর যাবতীয় পদক্ষেপ অতি গুরুত্বের সঙ্গেই নিতে হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।