দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেই পুরনো কাহিনী। তবে এবার আশুলিয়ার নয়, জট লেগেছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে। ঈদের ঘরে ফেরা মানুষের দুর্ভোগ এখন চরমে।
জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় হতে সিরাজগঞ্জ চৌরাস্তা হয়ে বগুড়ার দিকে অন্তত ১০ কিলোমিটার এই যানজটের সৃষ্টি হয়েছে। যে কারণে ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অপরদিকে নাটোরের দিকে সিরাজগঞ্জ গোলচত্ত্বর হতে হাটিকুমরুল পর্যন্ত মোট মিলে প্রায় ২০ কিলোমিটার পথ যানজটের সৃষ্টি হয়েছে। ঈদে ঘরে ফেরা মানুষ এসব এলাকায় ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাচ্ছে। এই যানজট গত রাত থেকে শুরু হয়ে আজ শনিবার পর্যন্ত অব্যাহত রয়েছে।
অপর দিকে টাঙ্গাইলের বেশ কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার টাঙ্গাইল এলাকায় একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে যানজটের সৃষ্টি করে বলে টিভি খবর সূত্রে জানা গেছে।