দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একবার ভাবুন তো পৃথিবীর ভূমি থেকে প্রায় ৩,৩৯৬ ফুট উঁচুতে দাড়িয়ে যদি নিচের দিকে তাকিয়ে দেখেন পায়ের নিচে মাটি নেই সব ফাকা আপনি শূন্যে দাড়িয়ে তবে কেমন লাগবে? হ্যাঁ ঠিক এরকম একটি অনুভূতি দিতেই Mont Blanc পর্বতে ফ্রান্স তৈরি করেছে ৩,৩৯৬ ফুট উঁচুতে কাঁচের ঘর।
ফ্রান্সের তৈরিকৃত এই কাঁচের ঘরের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে ৩,৩৯৬ ফুট অর্থাৎ Mont Blanc পর্বতের উপরে এই দীর্ঘ উচ্চতাতে তৈরি করা হয়েছে দর্শনীয় এই স্থাপনা। ফ্রান্সের এই স্থাপনা তৈরি করতে সময় লেগেছে প্রায় ৩ বছর তবে অবশেষে তাঁরা এই দর্শনীয় স্থান সাধারণ জনগণের জন্য খুলে দিয়েছে।
যেকেউ যারা এই উচ্চতা থেকে নিজেদের শূন্যে দেখে কেমন অনুভূতি হয় তা পরখ করে দেখতে চান তাঁরা চলে যেতে পারেন ইউরোপীয় ইউনিয়নের পর্বত Mont Blanc এ ৩,৩৯৬ ফুট উঁচুতে স্থাপিত কাঁচের ঘরে।
সম্পূর্ণ ঘর তৈরি করা হয়েছে উপরে নিচে দুই পাশে ৫ টি কাঁচের দেয়াল দিয়ে। এর প্রতিটি কাঁচের দেয়াল ১২ মিলিমিটার পুরু এবং মজবুত! ক্যাবল কারে করে কাঁচের ঘরে থেকে ফিরে আসতে দর্শনার্থীদের খরচ করতে হবে প্রায় ৬ হাজার টাকা!
সূত্রঃ Boredpanda