দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক ক্ষেত্রেই চিত্রকরদের মনে কিছু ধারণা আসে যেখানে তাঁরা বাস্তব জগতের নানান বিষয়কে এড়িয়ে গিয়ে তৈরি করেন কল্পনার পরাবাস্তব জগত, আজ সেরকম বেশ কিছু ছবি নিয়েই দি ঢাকা টাইমসের আয়োজন।
মাঝে মাঝে এমন কিছু প্রেক্ষাপট আমাদের কল্পনায় আসে যেখানে সাধারণত চন্দ্র সূর্য গ্রহ নখত্র কিংবা মহাকর্ষ অভিকর্ষ কোন কিছুই বাধা পড়েনা। আমরা কল্পনার রং দিয়ে সাজিয়ে তুলি আমাদের মনের মত দৃশ্যপট, চলুন দেখে নিই ঠিক তেমন কিছু ছবি যেখানে শিল্পীরা নিজেদের মনের কল্পনাকেই ফুটিয়ে তুলেছেন ছবির ক্যানভাসে।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
সূত্রঃ লিস্ট২৫