দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজনৈতিক কারণে দেশের অচলাবস্থায় এবার ক্রিকেটাররাও আশংকা প্রকাশ করেছেন। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম গতকাল সাংবাদিকদের এমন আশংকার কথা বলেছেন।
ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। বিজয় দিবস টি ২০ সিরিজে কোমরে চোট পেয়ে দুই সপ্তাহ বিশ্রামের কথা থাকলেও ১০ দিনেই সুস্থ হয়ে অনুশীলন শুরু করেছেন তিনি। গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন মুশফিক। তিনি অপকটে অনেক কথায় বলেন যার মধ্যে ছিল বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটও। তবে তিনি হিসেব করেই কথা বলেছেন। অর্থাৎ কোন পক্ষাবলম্বন না করে কথা বলেন।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় দলের অধিনায়ক হিসেবে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কিছু বলতে বললে জবাবে মুশফিক বলেন, দেশের সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তারা খুবই কষ্টের মধ্যে আছে। অন্তত তাদের কথা চিন্তা করে আমরা চাই স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। তাছাড়া দেশের ক্রিকেটের স্বার্থেও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।
শ্রীলংকা সিরিজের বিষয়টি বৃহস্পতিবার আইসিসি সভায় সিদ্ধান্ত হবে। সিরিজে তাঁর প্রত্যাশা জানতে চাইলে মুশফিক বলেন, ‘আমরা চাই যে কোনোভাবেই আমাদের দেশে শ্রীলংকা সিরিজ হোক। কারণ পাকিস্তানের মতো আমাদের দেশে ক্রিকেট না হলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে। আমরা গত বছর শ্রীলংকা সফরে ভালো করেছিলাম। এবার এশিয়া কাপের আগে আমাদের ঘরের মাঠে শ্রীলংকা সিরিজে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা নিজের মাঠে আমাদের সেরা পারফরম্যান্স প্রয়োগ করতে চাই।’
এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই সমস্যার সমাধান হয়েছে। এ বিষয়ে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর অনুভূতি জানতে চাইলে মুশফিক বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, এশিয়া কাপ আমাদের দেশেই হবে। এজন্য আমরা দারুণ খুশি। আমরা চাই গত এশিয়া কাপের মতো এবারও ভালো কিছু করতে। এবার এশিয়া কাপে আমাদের দেশের ক্রিকেট ভক্তদের মুখে আমরা হাসি ফোটাতে চাই।’
নতুন বছর ২০১৪ সালে তাঁর ব্যক্তিগত টার্গেট জানতে চাইলে দেশের বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় এই ক্রিকেটার মুশফিক রহিম বলেন, ‘আমরা চেষ্টা করব এবারও সিরিজ ধরে ধরে উন্নতি করতে। আমরা এই মুহূর্তে শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে ভালো করতে চাই। শ্রীলংকা সিরিজ শেষেই হবে আমাদের এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপ। অবশ্য নতুন বছরে আমাদের সামনে কয়েকটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে। ঘরের মাঠে এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে আমাদের ভালো করতে হবেই। তাই আমরা সিরিজ বাই সিরিজ ভালো করতে চাই।’