দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সভ্য সমাজেও মাঝে মধ্যে ঘটে যায় বর্বরতম ঘটনা। এমনই একটি ঘটনার খবর পাওয়া গেছে। নারী ইউপি সদস্য ও তাঁর মায়ের ওপর চালানো হয়েছে এক বর্বর নির্যাতন। ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে।
কালমেঘা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও তার মাকে পিঠমোড়া করে বেঁধে, মারধর করেও ক্ষান্ত হয়নি তাদের মাথার চুল কেটে দিয়ে বর্বরভাবে নির্যাতন করা হয়েছে।
নির্যাতিতরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই নারী সদস্যের স্বামী রিয়াজ হাওলাদার, তার দুই ভাই এবং বন্ধুরা তাদের ওপর এই নির্যাতন চালিয়েছেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের অপর এক নারী ইউপি সদস্য পারভীন মিজান বলেন, ‘আজ সকালে ওই সংরক্ষিত নারী সদস্য মোবাইল ফোনে কান্নাজড়িত কণ্ঠে এ বর্বর ঘটনার কথা আমাকে জানিয়েছেন। তিনি বলেন, আমি বর্বর এমন ঘটনা দেখে ও শুনে হতভম্ব হয়েছি।’ ইউপি সদস্যের স্বামী নিজেই স্ত্রী ও শাশুড়ির ওপর এমন নির্যাতন চালিয়েছে বলে জানিয়েছেন তিনি।
নির্যাতিত ইউপি সদস্যের মা জানিয়েছেন, স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ায় তার মেয়ে ২ দিন আগে স্বামীর বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। রবিবার সকালে মেয়ে তার বাড়িতে ফিরে আসে। ঘটনার দিন সন্ধ্যায় মেয়েকে নিয়ে তিনি জামাতা রিয়াজের বাড়িতে হাজির হন। এ সময় রিয়াজ তার মেয়ের ওপর চড়াও হয়। তার সামনেই মেয়েকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে রিয়াজের ২ ভাই ও কয়েকজন বন্ধু মিলে তার মেয়েকে পিঠমোড়া করে বেঁধে মারধর করে। এ সময় রিয়াজ কাঁচি বের করে মেয়ের মাথার চুল কেটে দেয়।
এ সময় প্রতিবাদ করতে গেলে রিয়াজের চাচাতো ভাই জুয়েল ও তার বন্ধু হাসিব আমার দুই হাত ধরে রাখে। পরে রিয়াজ তার শাশুড়ির (ইউপি সদস্যের মা) মাথার চুলও কেটে দেয় বলো জানা যায়।
এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ঘটনাটি শুনেছি এবং ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দিয়েছি। মামলা হলে আমরা ব্যবস্থা নিতে পারবো।’
এদিকে এমন বর্বর ঘটনায় অত্র এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েছে। এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।