দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বৃহস্পতিবার থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা সংযুক্ত করেছে। নতুন সুবিধায় এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের কোন বন্ধু কোথায় আছে।
মূলত ফেসবুক তাদের সাইটে নিয়মিত পরিবর্তন আনছে, সেই ধারাবাহিকতায় এবার আরও এক ধাপ এগিয়ে ব্যবহারকারীদের বন্ধু তালিকায় থাকা বন্ধুরা কতো কাছে অবস্থান করছে সেই বিষয়ে একটি সঠিক ধারণা দেয়ার অ্যাপ সংযুক্ত করা হয়েছে।
ফেসবুক ব্যবহারকারীরা ‘নেয়ারবাই ফ্রেন্ডস’ নামে নতুন এক অ্যাপ ব্যবহার করতে পারছেন বৃহস্পতিবার থেকেই। নতুন এই সুবিধায় ব্যবহারকারীরা যদি ‘নেয়ারবাই ফ্রেন্ডস’ অপশন চালু রাখেন তবে তিনি তার ২ কিলোমিটারের আশেপাশে কোনও বন্ধু অবস্থান করলে তা জানতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে ঐ বন্ধুর ‘নিয়ারবাই ফ্রেন্ডস’ চালু থাকতে হবে।
‘নেয়ারবাই ফ্রেন্ডস’ ফিচারের ক্ষেত্রে একজন ব্যবহারকারী চাইলে একে চালু রাখা, বন্ধ রাখা সহ লিমিটেড ইনফো এক্সেস দিয়ে রাখতে পারবেন। কোনও ব্যবহারকারী যদি মনে করেন তিনি কোথায় আছেন তা জানাবেন অর্থাৎ কোন এলাকায় আছে তা জানাবেন কেবল, কিন্তু নির্দিষ্ট কোনও ঠিকানা তিনি জানাতে চান না, তবে তিনি সেভাবেই সেটিংস ঠিক করে নিতে পারবেন।
ফেসবুকের প্রডাক্ট ম্যানেজার আন্দ্রিয়া ভ্যাক্কারি বলেন, “আপনি যখন সুনির্দিষ্ট কোনো স্থানের নাম শেয়ার করছেন তখন এ ফিচারের মাধ্যমে আপনার কাছাকাছি বন্ধুরা সহজেই আপনার অবস্থান জানতে পারবেন। এ ফিচারের কারণে কেউ আর তার অবস্থান সর্ম্পকে মিথ্যা তথ্য দিতে পারবেন না।”
এখনো ফেসবুকের এই নতুন ফিচার সেভাবে সাড়া না জাগালেও খুব জলদি এটি ব্যবহারকারীদের অত্যন্ত দরকারি একটি সেবা হিসেবে দেখা দিবে বলেই মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ।
সূত্রঃ দি টেক জার্নাল