দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ২৮ এপ্রিল ২০১৪ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ, ২৭ জমা: সানি ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
গ্রাম-বাংলার চড়ুই পাখির কথা আমরা প্রায় ভুলেই যেতে বসেছি। শহরেও চোখে পড়ে এই চড়ুই পাখির। কারণ এরা জনবসতির মধ্যে থাকতে বেশি ভালোবাসে। আর তাই এদের ইংরাজি নাম ‘হাউস স্প্যারো’ অর্থাৎ ‘গৃহস্থালির চড়াই’। চড়ুই পাখি সাধারণত খড়কুটো, শুকনো ঘাস-পাতা দিয়ে কড়িকাঠে বা পাকা বাড়ির কার্নিশে বাসা বাঁধে।
চুক চুক শব্দ করে। এদের দেখতে বড়ই ভালো লাগে। কিন্তু একখানে বেশিক্ষণ দাঁড়ায় না। শুধুই চঞ্চলতার মতো ফুরুত করে উড়ে যায়। তবে এরা বেশ লোকালয়ে চলে আসে। অনেক সময় ঘরের মধ্যে বাসা বাঁধতে দেখা যায়। ইচ্ছে করলেই এদের হাত দিয়ে ধরে ফেলা সম্ভব।
চড়ুই পাখি সারাদিন লাফিয়ে লাফিয়ে মাটি থেকে পোকামাকড় বা শস্য দানা খুঁটে খায়। খাদ্য সংগ্রহের দৃশ্যটি দেখতেও মজা লাগে। এই পাখিটিও আমাদের এক অতীত ঐহিত্য।
ছবি: www.somewhereinblog.net এর সৌজন্যে