দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৫ মে’র মধ্যে সর্বত্র বাংলা ভাষা চালুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অফিস-আদালত, গণমাধ্যমের বিজ্ঞাপন, সাইনবোর্ড, সব ধরনের নাম্বার ও নেমপেস্নটসহ সর্বত্র বাংলা প্রচলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ব্রেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় ও আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন এ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ।
গত ১৭ ফেব্রুয়ারি একই বেঞ্চ ১ মাসের মধ্যে সকল বিদেশি ভাষার বিজ্ঞাপন এবং গাড়ির নেমপ্লেট বাংলায় পরিবর্তনের জন্য কেনো নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে তা জানতে চেয়ে রুল জারি করেছিল।
রুলে বিবাদী মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইনসচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ২ সপ্তাহের ভেতরে জবাব দিতে বলা হয়।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন।