দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বুধবার, ২ জুলাই ২০১৪ খৃস্টাব্দ, ১৮ আষাঢ় ১৪২১ বঙ্গাব্দ, ৩ রমজান ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
রমজানের সকালে খেজুরের সমারোহ। আরবের খেজুর। আমাদের দেশে প্রচুর আমদানি হয়। বিশেষ করে রমজানের সময় খেজুরের চাহিদা বাড়ে। তাই এ সময় খেজুর বেশি আমদানি হয়ে থাকে।
রমজানে ইফতারির আইটেমের মধ্যে খেজুর অন্যতম। তাছাড়া আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা:) খেজুর দিয়ে সেহরি করতেন আবার ইফতারিতেও খেজুর খেতেন। আর তাই এটিকে আমরা সুন্নত হিসেবে মান্য করে ইফতারির সময় অন্যসব আয়োজনের সঙ্গে খেজুর রাখি। খেজুরে প্রচুর ক্যালরি রয়েছে। সেহরির সময় কয়েকটি খেজুর খেলে। বিশেষ করে কোনো কারণে যদি আপনি সেহরির সময় উঠতে দেরি করে ফেলেন। আযানের আগে কয়েকটি খেজুর খেয়ে নিতে পারেন। এক প্লেট ভাত খেলে যে শক্তি ও এনার্জি পাবেন মাত্র কয়েকটি খেজুর সেই কাজ করবে। পক্ষান্তরে রমজানে একটি সুন্নত পালন হয়ে যাবে।