দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রামীনফোন গ্রাহকদের জন্য নিয়ে এলো দারুন এক অফার। গ্রাহকেরা মাত্র ১ টাকায় সারাদিন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এর সাথে বাড়তি কোন চার্জ থাকবে না।
১ টাকায় সারাদিন ইন্টারনেট প্যাকেজে থাকবে ৩ এমবি ২জি ডাটা। সাথে থাকবে ২টি এমএমএস ফ্রি। এর মেয়াদ প্যাকেজ চালু হওয়ার দিন সহ দুই দিন। এই সময়ে ডাটা শেষ হয়ে গেলে প্রতি ১০ কিলোবাইট ০.০১ টাকায় ব্যবহার করা যাবে। এই প্যাকেজটির থাকছে স্বয়ংক্রিয় নবায়নের ব্যবস্থা।
এই সুযোগটি চালু করতে গ্রাহককে ডায়াল করতে হবে ইউএসএসডি কোড *৫০০*১১*১#। *৫০০*৬১# ডায়াল করে ইন্টারনেট ভলিউম ব্যবহার এবং *৫০০*৬০# ডায়াল করে কতটুকু ব্যবহারের বাকি আছে তা জানা যাবে। এই সেবাগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
গ্রামীনফোনের সিএমও অ্যালান বঙ্কের মতে অধিকাংশ গ্রাহকরা এখনো ফিচার ফোন ব্যবহার করেন। তাদের জন্য এটি খুবই সাশ্রয়ী প্যাকেজ।
সর্বস্তরের মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতেই দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর এবং বাংলাদেশে মোবাইলে ইন্টারনেট প্রদানের অগ্রদূত গ্রামীণফোনের এমন উদ্যোগ। এছাড়াও মোবাইলে ইন্টারনেট ব্যবহার জনপ্রিয় করতে সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট সুবিধা সমৃদ্ধ মোবাইল হ্যান্ডসেট সাধারণের হাতে পৌঁছে দিচ্ছে এই কোম্পানিটি। এছাড়া ব্যবহারকারীদের উপযোগী অ্যাপলিকেশন তৈরিতে ডেভেলপারদের উৎসাহিত করছে।
আধুনিক বাংলাদেশ গড়তে গেলে সাধারণ মানুষকে যুগের সাথে তাল মিলিয়ে আগাতে হবে। এক্ষেত্রে ইন্টারনেট সম্ভাবনার এক আপার দ্বারপ্রান্ত। তাই জনসাধারনের জন্য ১টাকায় সারাদিন ইন্টারনেট খুব সহজ মাধ্যম হয়ে ধরা দিবে বলে আশা করা যাচ্ছে।