দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেলিব্রেটিদের নানান কান্ড দেখে আমরা অনেক সময় অবাক না হয়ে পারিনা এবার তেমন একটি অদ্ভুত ঘটনা ঘটালেন এলিজাবেথ হারলি! তিনি ৬১ লাখ টাকার বিনিময়ে চুমু খেলেন। তবে এই চুমু খাওয়া এবং টাকা নেয়ার পেছনে রয়েছে মহৎ উদ্দেশ্য।
হলিউডের নামকরা অভিনেত্রী এলিজাবেথ হারলি কি অর্থ সংকটে পড়লেন? হ্যাঁ শিরোনাম দেখে তাই মনে হতে পারে, কিন্তু আসলে তিনি চুমু খেয়েছেন শুধু মাত্র সঙ্গীতশিল্পী এলটন জনের দাতব্য প্রতিষ্ঠানে অর্থের জোগান দিতে। এলিজাবেথ হারলি নিজেকে নিলামে তুলার সিদ্ধান্ত নেয়ার কথা সম্পূর্ণ কাহিনী যারা জানেনা তাঁরা হয়ত বাঁকা চোখেই দেখবেন।
প্রথমে এলিজাবেথ নিজেকে নিলামে তুললে অনেকেই তাতে অংশ নেয়, তবে শেষ পর্যন্ত ৮০ হাজার ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৬১ লাখ টাকা) বিনিময়ে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী জুলিয়ান ভারতী তাকে জিতে নেন। নিলামের শর্ত অনুযায়ী নিলাম বিজয়ী এলিজাবেথ হারলিকে একটি চুমু খেতে পারবেন, অর্থাৎ কানাডিয়ান ব্যবসায়ী জুলিয়ান ভারতী একটু চুমুর জন্য ব্যয় করলেন ৬১ লাখ টাকা।
এদিকে ২৭ বছর বয়সী ভারতী পেশায় ব্যবসায়ী এবং বিবাহিত, তিন সন্তানের জনক তিনি। ছোটো বেলা থেকেই তিনি নামকরা অভিনেত্রী এলিজাবেথ হারলির একজন ভক্ত তাই এমন সুযোগ পেয়েই তা লুফে নিলেন। এক্ষেত্রে টাকার অঙ্ক তাঁকে কোন বাঁধাই দিতে পারেনি।
সম্ভবত অর্থের দিক দিলে নিলামে উঠা এটিই পৃথিবীর সবচেয়ে দামী চুমু হতে যাচ্ছে। চুমু থেকে প্রাপ্ত সকল অর্থ দান করে দেয়া হয়েছে সঙ্গীতশিল্পী এলটন জনের দাতব্য প্রতিষ্ঠানে।
সূত্র- ডেলিলি মেইল