দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। এ বছরের দ্বিতীয় কিস্তির বিশ্ব ইজতেমা শুরু হয় গত পরশু শুক্রবার। আজ রবিবার মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরী মোনাজাত করা হবে।
আজ আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের বিশাল এই সমাবেশ আজ শেষ হবে। লক্ষ লক্ষ মুসল্রি হাজির হয়েছেন আজকের মোনাজাতে শরীক হওয়ার জন্য।
গত কয়েক বছরের মতো এবারও দুই কিস্তিতে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ হিসেবে খ্যাত টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজন করা হয়। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব, পুলিশ ও বিশেষ বাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং এর ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে শুক্রবার রাতে ও শনিবার সকালে বৃষ্টির কারণে আগত মুসল্লিদের বেশ কষ্ট করতে হয়েছে। তবে কোনো কষ্টই যেনো তাদের কাছে কষ্ট নয়। কারণ হলো মহান রাব্বুল আলামিনের পথে নিজেকে শপে দেওয়ার মধ্যে যে আনন্দ ও গর্ব তা অনুভব করেন প্রতিটি মুসলমান। সৎপথে ও আল্লাহর পথে বের হওয়া ঈমানের একটি অঙ্গ।
আজকের আখেরী মোনাজাতে লক্ষ লক্ষ মুসলমানদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হবে টঙ্গীর তুরাগ তীর। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুণ আজকের এই দিনে আমাদের প্রার্থনা
সর্বশেষ
এদিকে জানা গেছে, রাজধানীর কুড়িলে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু ঘটেছে। এই তিন জন্যই ইজতেমাগামী মুসল্লি। ধারণা করা হচ্ছে ট্রেনে করে মোনাজাতে অংশগ্রহণের জন্য আসার সময় ট্রেনের ছাদ থেকে পড়ে গেছেন।