দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এবার ৬ জিবি র্যাম নিয়ে আসছে ‘ওয়ান প্লাস থ্রি’ নতুন একটি মোবাইল হ্যান্ড সেটে।
চীনের ওই হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটি এই পর্যন্ত ওয়ান প্লাস ওয়ান, টু ও ‘এক্স’ এই তিনটি মোবাইল সেট বাজারে ছেড়েছে।
নতুন এই ‘ওয়ান প্লাস থ্রি’ মোবাইল ফোনটির বিশেষত্ব হলো এর র্যাম। এতে থাকছে ৬ জিবি র্যাম। ফোনের খবর প্রচারকারী বেশ কয়েকটি ওয়েবসাইটে এই নতুন হ্যান্ডসেট ওয়ান প্লাস সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে।
গিক বেঞ্চে জানানো হয়েছে, ওয়ান প্লাস থ্রির মডেল রেইন রেইন এ৩০০০। এতে অ্যানড্রয়েড ৬.০.১ মার্সম্যালো অপারেটিং সিস্টেম কাজ করবে। মোবাইল ফোনটির প্রসেসর হবে ফোর কোরের কোয়ালকমের ১.৫৯ গিগাহার্জ।
‘ওয়ান প্লাস থ্রি’ হ্যান্ডসেটটির ৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এতে রয়েছে রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়।