The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

এবার সিঙ্গাপুরে চালু হচ্ছে চালকবিহীন বাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিঙ্গাপুরে এবারই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় বাস চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। মেট্রো স্টেশন ও একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলবে এই চালকবিহীন বাসটি।

singapore-has-introduced-driverless-bus

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ এলটিএ ও নানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববদ্যালয় এনটিইউ-এর জ্বালানি গবেষণা ইনস্টিটিউটের মধ্যে সম্প্রতি হয়ে যাওয়া এক চুক্তি অনুযায়ী চালকবিহীন বাস দুটি তৈরি করবে বিশ্ববিদ্যালয়টি৷

এই চালকবিহীন এক একটি বাস ৮০ জন যাত্রী পরিবহন করতে পারবে। বাসে লাগানো রয়েছে সেন্সর ও স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা দিয়ে বাসটি নিজেই বুঝতে পারে রাস্তার কোথায় থামতে হবে, আর কোথায় চলতে হবে, কখন দরজা খুলবে, বন্ধ হবে এমন কি আবহাওয়া অনুযায়ী বাসের ভেতরের তাপমাত্রা কীভাবে বদলাতে হবে তাও স্বয়ংক্রিয়ভাবেই করবে এই বাসটি নিজেই!

singapore-has-introduced-driverless-bus-2

সিঙ্গাপুরের পাইওনিয়ার রেল স্টেশনের পাশ থেকে ক্লিনটেক পার্ক হয়ে এনটিইউতে গিয়ে শেষ হবে এই বাসের যাত্রা।

নতুন এই চালকবিহীন বাসগুলোর জন্য বাস ডিপোতে চার্জের ব্যবস্থাও থাকবে। এর পূর্বে ২০১৩ সালে ওই বিশ্ববিদ্যালয়টি একই রুটে চালকবিহীন ইলেকট্রিক শাটল চালু করে।

এনটিইউ-এর ভাইস প্রেসিডেন্ট লাম খিন ইয়ং এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বে এখন চালকবিহীন গাড়ি তৈরির প্রতি ঝোঁক দিনকে দিন বাড়ছে, আমাদেরও সেই একই লক্ষ্যে চালকবিহীন এই বাস প্রকল্প। যে কারণে রাস্তায় নিরাপত্তা বাড়বে, সেইসঙ্গে দূষণ কমবে ও মানুষের দ্বারা যেসব ভুল হয়, এক্ষেত্রে সেগুলোর সম্ভাবনাও অনেক কম হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali