দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতার জনপ্রিয় অভিনেতা জিত এবার বাংলাদেশের দর্শকের জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমার অভিনীত ছবি, আমার তরফ থেকে উপহার হিসেবে মুক্তি পাবে।
কোলকাতার এই জনপ্রিয় তারকা জিত বলেছেন, ‘বাংলাদেশের দর্শকদের জন্য উপহার হিসেবে বাংলাদেশে মুক্তি পাবে আমার ও ফারিয়ার ছবি ‘ইন্সপেক্টর নটি কে’।’
কোলকাতার জনপ্রিয় নায়ক জিৎ যৌথ প্রযোজনায় বাংলাদেশের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এদেশের দর্শকদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন এই তারকা।
গত ১৩ ডিসেম্বর নিজের ভেরিফায়েড পেজ হতে ফেসবুক লাইভে আসেন জিৎ। তখন তিনি বলেন, ‘হ্যালো, বাংলাদেশের দর্শক। আমি আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা নিয়ে এসেছি। আগামী ১৯ জানুয়ারিকে আমরা টার্গেট করেছি। আমার অভিনীত ছবি, আমার তরফ হতে উপহার হিসেবে মুক্তি পাবে। বাংলাদেশে মুক্তি পাবে আমার এবং ফারিয়ার ছবি ‘ইন্সপেক্টর নটি কে’।’
কোলকাতার অভিনেতা জিৎ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া জুটির তৃতীয় ছবি হলো এই ‘ইন্সপেক্টর নটি কে’। এই জুটি অভিনয় করছেন পুলিশ চরিত্রে।
কোলকাতার অশোক পাতি ‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। যৌথভাবে প্রযোজনার এই চলচ্চিত্রটি নির্মাণ করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ’স ফিল্মওয়ার্ক।