The Dhaka Times Desk মানুষের বিরুদ্ধে মানুষ মামলা করে এটিই নিয়ম। কিন্তু তাই বলে কোনো পশুর বিরুদ্ধে কোনো মামলা হয় তা এবার প্রথম শোনা গেলো। হনুমানের বিরুদ্ধে মামলা করলেন ভারতের এক মহিলা!

ভারতের উত্তরপ্রদেশ পুলিশের কাছে ছিনতাইয়ের অভিযোগে হনুমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আবেদন করেছেন এক মহিলা। কৌশালপুরির বাসিন্দা উর্মিলা সাক্সেনার অভিযোগ করেছেন যে, গত সোমবার মন্দিরে যাওয়ার সময় তার হার ছিনতাইয়ের চেষ্টা করে একটি হনুমান। তবে পুরোটা নয়, হনুমানটি মহিলার হারের অর্ধেক অংশ ছিনতাই করতে সমর্থ হয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে।
পুলিশ ওই দিন এক মহিলার হার ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু একটি হনুমান ওই মহিলার হার ছিনতাই করেছে বলে জানতে পেরে কোনো পদক্ষেপ না নিয়েই ফিরে আসে। সম্প্রতি হনুমানের দাপট বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় প্রশাসন। তাই হনুমান ধরতে পৌর করপোরেশনের নিকট তারা আবেদন জানাবেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, বানর বা হনুমান হিন্দু ধর্মে একটি বিশেষ স্থানে থাকায় এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণও অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।