The Dhaka Times Desk বিশ্বখ্যাত পদার্থবিদ ও মহাকাশ গবেষক অধ্যাপক স্টিফেন হকিং জানিয়ে দিয়েছেন যে, মৃত্যুর আগে তিনি আর প্রকাশ্যে আসবেন না।
যুক্তরাজ্যের সাফোক-এ অনুষ্ঠিতব্য এক দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আর মৃত্যুর আগে কখনও প্রকাশ্যে আসবেন না এই বিজ্ঞানী এমন কথা জানিয়েছে। এ তথ্য দিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
মাত্র ২১ বছর বয়সে অধ্যাপক হকিংয়ের মোটর নিউরোন রোগ শনাক্ত হয় এবং তিনি মাত্র দুই বছর বাঁচবেন বলে বলা হয়েছিল। তবে এখনও অর্থাৎ পাঁচ দশক পরও তিনি বেঁচে রয়েছেন এবং বিশ্বের অন্যতম একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী হিসেবে পরিচিত তিনি।
হেডওয়ে সাফোক-এর বার্ষিক সম্মেলনে ৭৪ বছর বয়সী এই বিজ্ঞানীর উপস্থিত থাকার কথা থাকলেও, পরে তিনি এতোটাই অসুস্থ হয়ে পড়েন যে আর বের হওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি, বিষয়টি জানিয়েছেন আয়োজকরা।
হেডওয়ে’র এক মুখপাত্র বলেছেন, তিনি সুস্থ হলে ওই ভেনুতে আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাদের জানান, তিনি এতোটাই অসুস্থবোধ করেছেন যে তিনি কোনো অবস্থাতেই বের হতে পারবেন না, তবে তিনি ভিডিও লিংক-এ কথা বলছিলেন। তাঁর স্নায়ুবিক অবস্থা বার বার উঠানামা করছে।