দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। যে কারণে শুক্রবার থেকে রমজান শুরু হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
আজ দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। যে কারণে শুক্রবার থেকে রমজান পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ধর্মমন্ত্রী সভাপতিত্বে সন্ধায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬৪টি জেলায় কোথায় চাঁদ দেখা না যাওয়ায় আগামী পরশু (শুক্রবার) হতে পবিত্র রমজান শুরু হবে। সেইসঙ্গে জানানো হয়, পবিত্র শবে কদর পালিত হবে ১২ জুন দিবাগত রাতে।