The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পরমাণু পরীক্ষা না থামালে লিবিয়ার মতোই পরিণতি হবে উত্তর কোরিয়ার: ট্রাম্প

২০০৩ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি পরমাণু অস্ত্র প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও ৩ বছর পর পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের হাতেই মৃত্যু হয় তার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, পরমাণু পরীক্ষা না থামালে লিবিয়ার মতোই পরিণতি হবে উত্তর কোরিয়ার।

পরমাণু পরীক্ষা না থামালে লিবিয়ার মতোই পরিণতি হবে উত্তর কোরিয়ার: ট্রাম্প 1

সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দিয়ে বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হলে কিম জং উন অবশ্যই ক্ষমতায় থাকবেন। গত বৃহস্পতিবার তিনি বলেন, ‘বৈঠক সফল হলে উত্তর কোরিয়া অনেক শক্তিশালী সমর্থন পাবে।’ তবে পরমাণু নিরস্ত্রীকরণ না মানলে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মতোই অবস্থা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০০৩ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি পরমাণু অস্ত্র প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও ৩ বছর পর পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের হাতেই মৃত্যু হয় তার।

ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন এমন একটি পরামর্শ দেওয়ার পর নড়েচড়ে বসে উত্তর কোরিয়া। তবে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এখনও বিশ্বাস করেন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা আমাদের হবে।

যুক্তরাষ্ট্রও কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার জেরে দক্ষিণের সঙ্গে বুধবারের শীর্ষ পর্যায়ের সংলাপ স্থগিত করে দেয় উত্তর কোরিয়া। দেশটি বলেছে এই সামরিক মহড়া বিভক্ত কোরীয় উপ-দ্বীপের উষ্ণ সম্পর্কের জন্য হুমকিস্বরূপ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে আগামী মাসে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক (আগামী ১২ জুন সিঙ্গাপুরে এই বৈঠক হওয়ার কথা) পরিকল্পনা মতো হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিম জং তার দেশেই থাকবে ও দেশ পরিচালনা করবে। তার দেশ অনেক ধনী হবে। তবে যদি শর্ত না মানে তাহলে তারও মুয়াম্মার গাদ্দাফির মতোই পরিণতি হবে। তিনি আরও বলেন, ‘লিবিয়ার দিকে তাকালেই বোঝা যায় যে আমাদের সঙ্গে সমঝোতায় না আসলে পরিণতি কতোটা ভয়াবহ হতে পারে।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...