দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের কথা উঠলেই চলে আসে অ্যান্টার্কটিকার বরফের কথা। অ্যান্টার্কটিকার বরফের কথা আমরা অনেক শুনেছি। অ্যান্টার্কটিকার সেই বরফের নিচের নতুন রহস্য উন্মোচিত হতে চলেছে! বিজ্ঞানীরা এমন আভাস দিয়েছেন।
আমরা অনেকেই জানি অ্যান্টার্কটিকা মহাদেশের বেশিরভাগই পুরু বরফের নিচে রয়েছে। তবে সাম্প্রতিক সময় গ্লোবাল ওয়ার্মিংয়ে এই বরফ ধীরে ধীরে হালকা হতে চলেছে। বরফের আস্তর হালকা হওয়ার কারণে এর নিচে কী রয়েছে, তা জানাও সহজ হয়ে উঠছে মানুষের জন্য, ক্রমেই উন্মোচিত হচ্ছে অ্যান্টার্কটিকার বরফের রহস্য।
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন যে, পশ্চিম অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ বরফস্তরের নিচে রয়েছে আস্ত এক পর্বতশ্রেণী! যেনো সেখানে সারি দিয়ে রয়েছে মগ্নমৈনাকেরা!
ব্রিটিশ গবেষক দলটির ধারণা মতে, অ্যান্টার্কটিকার এই বরফের নিচে রয়েছে কয়েকশ’ মাইল ছড়ানো ৩টি উপত্যকা। ‘পোলার গ্যাপ’ নামে গবেষকদের বিশেষ এই অনুসন্ধানে সম্প্রতি এইসব তথ্য উঠে এসেছে। মূলত কৃত্রিম উপগ্রহের নানা ধরনের সেন্সরের সহায়তায় এসব তথ্য জানা যায়।
গবেষকরা বলেছেন, আন্টার্কটিকার ওইসব বরফের চাদর গলছে খুব দ্রুত। বরফ গলে দ্রুত আন্টার্কটিকার মাঝের অংশ হতে সরে যাচ্ছে একেবারে কিনারার দিকে। এসব বরফ গলে গিয়ে অদূর ভবিষ্যতে সমুদ্রের উচ্চতা বাড়িয়ে দেবে বলে আশংকা করছেন গবেষকরা।
গবেষকদের অনুসন্ধান নিয়ে একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘জিয়োফিজিক্যাল রিসার্চ লেটার্স’ জার্নালে। সেখানেই এইসব তথ্য উঠে এসেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।