দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউটিউবে প্রকাশ পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্ণিয়ার ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। একের পর এক নতুন গান প্রকাশ করে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছেন আসিফ।
ইউটিউবে প্রকাশ পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও জাকিয়া সুলতানা কর্ণিয়ার ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। একের পর এক নতুন গান প্রকাশ করে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছেন আসিফ।
ঈদকে সামনে রেখে আসিফের ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ শিরোনামে নতুন এই মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
নতুন এই গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। গানটির গীতিকার মেহেদী হাসান লিমন এবং সুরকার নাজির মাহমুদ। সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু।
‘একবার ছুঁয়ে যা হৃদয়’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির।
দেখুন গানের ভিডিওটি