The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আশ্রাবপুর গায়েভী জামে মসজিদ

এই মসজিদটি নরসিংদী জেলাস্থ শিবপুর উপজেলার আশ্রাবপুরে অবস্থিত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৭ জুলাই ২০১৮ খৃস্টাব্দ, ১২ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

আশ্রাবপুর গায়েভী জামে মসজিদ 1

যে ছবিটি আপনারা দেখছেন সেটি নরসিংদীর ঐতিহাসিক মসজিদ আশ্রাবপুর গায়েভী জামে মসজিদ। অনেক পুরোনো ইতিহাস রয়েছে এই মসজিদটির।

আশ্রাবপুর গায়েভী জামে মসজিদটি আশ্রাবপুরের নরপতি আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নাসির উদ্দিন নসরৎ শাহের রাজত্বকালে নির্মিত হয়েছে। এটি অতি প্রাচীন মসজিদ হিসেবে বেশ সুপরিচিত। এই মসজিদটি নরসিংদী জেলাস্থ শিবপুর উপজেলার আশ্রাবপুরে অবস্থিত।

ছবি ও তথ্য: https://bangla.tourtoday.com.bd এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...