দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ক্যামেরা নজরদারি করে থাকে সে ক্যামেরাও এখন পড়েছে নজরদারিতে-এমনই খবর পাওয়া গেছে। নজরদারি ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরাও এখন হুমকির মুখে!
অনলাইন সূত্র বলেছে, কারাগার, শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক বিমায় সামরিক স্থাপনায় নজরদারি করা ক্যামেরা বা সিসিটিভিগুলোও এখন হ্যাকারদের হুমকির মুখে আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্যাকটিকাল নেটওয়ার্ক সল্যুশনের গবেষক ক্রেইগ হেফনার। সাইবার হামলা চালিয়ে দূর থেকেই ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানান তিনি। এমনকি ক্যামেরাগুলো যে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সেটির নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে পারে হ্যাকাররা!
আগামী ৩১ জুলাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় ব্ল্যাক হ্যাট হ্যাকিং কনফারেন্সে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন হেফনার।
উল্লেখ্য, ইতিপূর্বে সিসকো সিস্টেমস, ডিলিংক এবং ট্রেন্ডনেটের তৈরি পণ্যের নিরাপত্তা ত্রুটিও শনাক্ত করেছিলেন হেফনার।
সূত্র : রয়টার্স