The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ব্যাটারি ছাড়াই চলবে বিদুৎ চালিত যান

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভলবো (Volbo) এমন একটি আইডিয়া নিয়ে এসেছে যাতে বিদুৎচালিত যান কোন ব্যাটারি ছাড়াই চলতে পারবে। বিকল্প বিদ্যুৎ উৎস তৈরি করার মাধ্যমে যানবাহন চলবে বলা হচ্ছে। এটি সম্ভব হলে বিভিন্ন যানবাহন ব্যাটারি বহনের ঝামেলা থেকে মুক্তি পাবে।


Electric-Road-Concept

খুব বেশি দিন নয় ট্রাম গাড়ির প্রচলন ছিল। এখনো অনেক দেশে ট্রাম গাড়ির প্রচলন আছে। ট্রাম গাড়ি হচ্ছে এক বিশেষ প্রকার বিদুৎচালিত গাড়ি যা রেলের উপর বসানো থাকে এবং এর বিদ্যুৎ উৎস থাকে তার টানা। গাড়ি রেলের উপর দিয়ে যাবার সময় তার এর সাথে লাগানো কানেক্টর দিয়ে বিদ্যুৎ এসে গাড়ীর চলনে শক্তি যোগায়। মূলত ট্রাম ব্যবস্থাটি ছিল বেশ খরচ সাপেক্ষ। রেল বানানো এবং তার টানার খরচও ছিল বেশি। বিখ্যাত কোম্পানি ভলবো নুতন এক কনসেপট নিয়ে এসেছে। ভূপৃষ্টস্থ রাস্তা থেকেই এবার বৈদ্যুতিক পাওয়ার পাবে যানবাহন। অন্তত এমনটাই মনে করছে ভলবো।

বিষয়টা বিস্ময়করতো বটেই তারপরও এর সম্ভাব্যতা আমাদের সুসংবাদই দিচ্ছে। রাস্তায় চালিত ট্রাক কিংবা বাস চলার সময়েই রাস্তার পৃষ্ঠস্থ পাওয়ার লাইন থেকে বিদ্যুৎ সংগ্রহ করবে বিষয়টা অনেক আগ্রহ উদ্দিপকও। ব্যাটারি ফুরিয়ে গেলেও যানবাহন রাস্তায় পড়ে থাকবে না। রাস্তা পৃষ্টস্থ লাইন ই হবে ব্যাটারির উৎস।

অদূর ভবিষ্যৎ এর কল্পকাহিনীর বাস্তবতা রূপদান করতে ভলবো বিষয়টি নিয়ে কাজ করছে অনেক দিন যাবৎ। ভলবো ইলেক্ট্রনিক যানবাহন (EV) এর উন্নয়ন এবং গবেষণা নিয়ে যুক্ত আছে। ব্যাটারিবিহীন যান চলাচল ব্যবস্থা পরীক্ষা করার জন্য গুটেনবার্গ এর নিকটে হালার্ড নামক স্থানে ভলবো ৪০০ মিটার দীর্ঘ পথ তৈরি করেছে। এখানে রাস্তা থেকে বিদ্যুৎ সংগ্রহে সক্ষম একটি ট্রাক তৈরি করা হয়েছে এবং রাস্তা পৃষ্ঠস্থ লাইন রাখা হয়েছে যা পাওয়ার সরবরাহ করবে। পাওয়ার লাইন দুটি আলাদা সেকশনে ভাগ করা। চলন্ত অবস্থায় বিদ্যুৎ গ্রহণ করে ট্রাকটি সামনের দিকে চলতে পারবে। নিরাপত্তার জন্য ট্রাকটি যখন ৬০ কিলোমিটার/ঘন্টাতে চলবে তখন বিদ্যুৎ প্রবাহ ঘটবে।

ভলবো’র মার্টিন বলেন, যানটিতে রেডিও যুক্ত করা আছে যা রাস্তা সম্পর্কে যানটি কে ধারণা দিবে। সঠিক সংকেত প্রাপ্ত হলেই যানটি অগ্রসর হবে। এই মুহূর্তে সিস্টেমটি পরীক্ষাধীন পর্যায়ে আছে। স্মার্ট সেনসর এর আওতায় এটি ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে এটি আরো বড় পর্যায়ে ব্যবহার করা যাবে এবং ভবিষ্যৎ এ প্রযুক্তিটি যথাযথ উন্নয়ন এর মাধ্যমে সর্বত্র ব্যবহার উপযোগি করা যেতে পারে।

তথ্যসূত্র: দি টেক জার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali