আয়রণে গর্ভের শিশুর ওজন বাড়ে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গর্ভাবস্থায় আয়রনের ডোজ সেবনে প্রসূতির রক্তস্বল্পতা রোধ করে। তাই চিকিৎসকরা গর্ভাবস্থায় নিয়মিত আয়রন ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, আয়রনের ডোজ শুধু প্রসূতির রক্তস্বল্পতাই রোধ করে না, বরং গর্ভের শিশুর ওজন বাড়াতেও সহায়তা করে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য দিয়েছেন। গবেষকরা জানান, ২০ লাখ প্রসূতির ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, স্বল্পমাত্রার আয়রনের ডোজে রক্তস্বল্পতার ঝুঁকি ১২ শতাংশ এবং গর্ভের শিশুর ওজন কমার ঝুঁকি ৩ শতাংশ কমে।

রিপোর্টে আরও বলা হয়, চীন-তানজানিয়াসহ বিভিন্ন দেশের গর্ভবতী নারীর ওপর চালানো ৯০টি গবেষণার ফল বিশ্লেষণ করে ব্রিটিশ মেডিকেল একটি সাময়িকীতে জানায়, প্রতিদিন ৬৬ মিলিগ্রাম আয়রন খেলে রক্তস্বল্পতা ও কম ওজন নিয়ে শিশু জন্মের ঝুঁকি কমে। তবে নিয়মিত আয়রন খেলে অকালজন্মের ঝুঁকি কমে- এ রকম কোনো প্রমাণ তারা পাননি।

গবেষকরা জানান, গর্ভাবস্থায় রক্তস্বল্পতার অন্যতম কারণ আয়রণের ঘাটতি। স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোর নারীদের মধ্যে আয়রণের ঘাটতিজনিত সমস্যা বেশি দেখা যায়। ২০১১ সালে এসব দেশের তিন কোটি ২০ লাখ গর্ভবতী নারী আয়রণ ঘাটতিজনিত সমস্যায় ভোগেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি গর্ভবতী নারীদের প্রতিদিন ৬০ মিলিগ্রাম আয়রণের ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছে। সূত্র: বিবিসি ও জিনিউজ।

This post was last modified on জুন ২০, ২০২২ 12:17 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

‘স্টারডম’ নিয়ে ব্যস্ত শাহরুখপুত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামে ওয়েব…

% দিন আগে

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না হামাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ…

% দিন আগে

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে

হৃদয় কাড়া এক অসম্ভব সুন্দর বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৬ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৩ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে