দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার আরেক চমক লাগার মতো খবর বেরিয়েছে আর তা হলো, কম্পিউটারে আপলোড করা যাবে মানুষের মস্তিষ্ক!
খবরে বলা হয়েছে, আগামী ২০৪৫ সালের মধ্যেই কম্পিউটারে মস্তিষ্ক আপলোড করার পদ্ধতি চালু হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন গুগলের প্রকৌশল বিভাগের পরিচালক রে কার্জওয়েল। শুধু তা-ই নয়, ভবিষ্যতে রোবটের সঙ্গেই জুড়ে দেওয়া যাবে মৃত মানুষের মস্তিষ্কও। ফলে ডিজিটাল অমরত্ব পাওয়া সম্ভব হবে বলে আশা করছেন তিনি। তবে এসব কিছু দেখার জন্য অপেক্ষা করতে হবে প্রায় ৯০ বছর।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সদ্যসমাপ্ত ‘গ্লোবাল ফিউচার ২০৪৫ ইন্টারন্যাশনাল কংগ্রেসে’-এ এসব তথ্য জানান কার্জওয়েল। আগামী বিশ্বের হালনাগাদ প্রযুক্তির তথ্য তুলে ধরতেই এ সম্মেলনের আয়োজন করা হয় বলে অনলাইন সূত্র এ তথ্য দিয়েছে।
সম্মেলনে অ্যানড্রয়েড নির্ভর রোবটিকস, নিউরোসায়েন্স, মাইন্ড থিওরি, নিউরো ইঞ্জিনিয়ারিং, ব্রেন কম্পিউটার ইন্টারফেস, নিউরোট্রান্সপ্লানটেশনসহ বিভিন্ন প্রযুক্তির আধুনিকায়ন নিয়ে বিষদ আলোচনা করা হয় বলে জানানো হয়েছে।
সূত্র : ডেইলি মেইল