The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

আফ্রিকার সবচেয়ে বড় দানবীর হতে চান অ্যালিকো দাঙ্গোতে!

সম্প্রতি দেশটির মিনা শহরে অ্যালিকো দাঙ্গোতে ফাউন্ডেশনের উদ্যোগে নতুন একটি ক্ষুদ্র অর্থায়ন প্রকল্পের উদ্বোধনীতে এই তথ্য দিয়েছেন অ্যালিকো দাঙ্গোতে

Aliko Dangote, President and Chief Executive of Nigeria's Dangote Group speaks during the final session of the World Economic Forum on Africa meeting in Cape Town June 6, 2008. REUTERS/Mike Hutchings (SOUTH AFRICA)

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফ্রিকার সবচেয়ে বড় দানবীর হতে চান বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান দাঙ্গোতে গ্রুপের চেয়ারম্যান ও সিইও এবং আফ্রিকার শীর্ষ ধনী অ্যালিকো দাঙ্গোতে!

আফ্রিকার সবচেয়ে বড় দানবীর হতে চান অ্যালিকো দাঙ্গোতে! 1

বিপুল অঙ্কের অর্থ দান করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের আত্মনির্ভরশীল করে তুলতে চান বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান দাঙ্গোতে গ্রুপের চেয়ারম্যান ও সিইও এবং আফ্রিকার শীর্ষ ধনী অ্যালিকো দাঙ্গোতে। তিনি লাখ লাখ মানুষকে দান করার উদ্দেশ্যে গড়ে তুলেছেন দাঙ্গোতে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৫০০ নারীর মধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন নায়রা (নাইজেরিয়ার মুদ্রা) বিতরণ করেছেন এই শীর্ষ ব্যবসায়ী।

জানা যায়, সম্প্রতি দেশটির মিনা শহরে অ্যালিকো দাঙ্গোতে ফাউন্ডেশনের উদ্যোগে নতুন একটি ক্ষুদ্র অর্থায়ন প্রকল্পের উদ্বোধনীতে এই তথ্য দিয়েছেন অ্যালিকো দাঙ্গোতে।

দাঙ্গোতে বলেছেন যে, নতুন এই প্রকল্পের উদ্দেশ্য হলো আত্মনির্ভরশীল পরিবার গড়ে তোলা। সেজন্য মোট ২৫ হাজার সুবিধাবঞ্চিত ও অরক্ষিত নারীদের প্রত্যেককে ১০ হাজার নায়ার করে নগদ অর্থ দেওয়া হবে। এই সময় তিনি ঘোষণা দিয়ে বলেন যে, আমি শুধু আফ্রিকার শীর্ষ ধনী নয়, এই মহাদেশের সবথেকে বড় দানবীর হতে চাই। এই লক্ষেই আমি অ্যালিকো দাঙ্গোতে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি।

উল্লেখ্য, দাঙ্গোতে গ্রুপের চেয়ারম্যান ও সিইও বিশ্বের ৬৬তম ধনী। তার নিট সম্পদ ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার। তিনি হলেন আফ্রিকার সবথেকে বড় সিমেন্ট কোম্পানি দাঙ্গোতে সিমেন্টের চেয়ারম্যান। বিশাল সম্পদের মালিক হয়েও দাঙ্গোতে এখনও কঠোর পরিশ্রম করে চলেছেন। প্রতিদিন মাত্র তিন থেকে চার ঘণ্টা ঘুমান তিনি। এমনকি টানা ১৭ বছর কোনও ছুটি কাটাননি তিনি। যদিও ২০১৪ সালে ওর‌ল্যান্ডোতে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে পরিবারসহ বেড়াতে গিয়ে এ রেকর্ড ভঙ্গ করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১১ সালে প্রথম অ্যালিকো দাঙ্গোতে ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে কালোদের মধ্যে শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছিলেন।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali