দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আদর্শ বউ হতে কেই বা না চান। তবে এবার সেই আদর্শ বউ হওয়ার সুযোগ করে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘আদর্শ বউ’ হওয়ার পাঠ্যক্রম চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে! এটি চালু হচ্ছে ভারতের ভোপালে।
ভারতের ভোপালের বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি নতুন পাঠ্যক্রম চালু করতে চলেছে। যে পাঠ্যক্রম শেখানো হবে কীভাবে আদর্শ বউ হতে পারবেন মেয়েরা।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে জানানো হয়েছে, নারীদের সামাজিক উন্নতির জন্যেই আগামী শিক্ষাবর্ষ হতে এই পাঠ্যক্রম চালু করা হচ্ছে। ৩ মাসের এই পাঠক্রম কোর্স শেষেই দেওয়া হবে আদর্শ বউ’র সার্টিফিকেট! প্রাথমকিভাবে সমাজবিদ্যা বিভাগের অধীনেই চালু হবে এই পাঠ্যক্রমটি। প্রথমে শুরু হবে ৩০ জন ছাত্রীকে নিয়ে। পরবর্তীকালে ছাত্রী সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বিয়ের পর নতুন পরিবেশে কীভাবে নববধুকে মানিয়ে চলতে হয়, নতুন পরিবারে কীভাবে সকলের সঙ্গে থাকতে হয়, ৩ মাসের এই পাঠ্যক্রমের মধ্যে মূলত সেই বিষয়গুলিই শেখানো হবে নারীদের।
বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভি সি গুপ্তা জানিয়েছেন, নারীদের উন্নতির উদ্দেশ্যে এই পাঠ্যক্রম, তবে নি:সন্দেহে খুবই ব্যতিক্রমী একটি উদ্যোগ। তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হতেই এই ভাবনা আমাদের মাথায় এসেছে।”
এই পাঠ্যক্রমে অংশ নিলে সমাজের নারীরা আরও শক্তিশালী হবেন বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফ হতে আরও একটি যুগান্তকারী সিদ্ধান্তের কথাও ভাবা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ হতেই বিসিএ বা ব্যাচেলার অব কমপিউটর এডুকেশনের পরীক্ষা হিন্দিতেও নেওয়া যায় কিনা তা ভেবে দেখছে বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের এই নতুন পাঠক্রমকে যতোই মেয়েদের পক্ষে বলা হোক না কেনো কিছুতেই মেনে নিতে পারছেন না নারী আন্দোলনকারীরা। তারা বলেছেন, নারীদের উন্নতি তো দূরের কথা সুপরিকল্পিতভাবে তাদের মজ্জায় ঢুকিয়ে দেওয়া হবে পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার নানা বীজ।