The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইউটিউব মাতালো ‘দাওয়াত’ গান [ভিডিও]

গানটির কথা হলো, ‘মন খুলে হয়ে যা রে লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে গান দর্শক-শ্রোতারা এক পছন্দ করে সেটি হিট হতে আর দেরি লাগে না। যেমন ঘটেছে দাওয়াত গানটি। ইউটিউব মাতিয়েছে এই ‘দাওয়াত’ গানটি।

ইউটিউব মাতালো ‘দাওয়াত’ গান [ভিডিও] 1

রেদওয়ান রনি নির্মিত গত কোরবানির ঈদের টেলিছবি ‌‘বিয়ের দাওয়াত রইলো’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার মুক্তি পেলো এই টেলিছবিতে ব্যবহৃত ‘দাওয়াত’ শিরোনামের গানটি।

মোশাররফ করিম, মিথিলা, স্পর্শিয়া, সুমন পাটোয়ারী, মনোজ কুমার, মুকিত জাকারিয়া অভিনীত হাস্যরসাত্মক ‘বিয়ের দাওয়াত রইলো’ টেলিছবিটি ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছিলো। এবার এলো প্রতীক্ষিত ‌‘দাওয়াত’ গানের ভিডিওটি।

‌ওই গানটির কথা হলো, ‘মন খুলে হয়ে যা রে লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড’- এমন কথার বিয়ের গানটির সঙ্গে নেচেছেন অর্চিতা স্পর্শিয়া। তারসঙ্গে তাল মিলিয়েছেন মোশাররফ করিম এবং মিথিলাও। এই গানটি দেখা যাচ্ছে বাংলাফ্লিক্স এবং বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।

শর্মি হোসেইন ও অম্লান চক্রবর্তীর কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তৃষা চ্যাটার্জি। গানটি ইউটিউবে আসার পর ব্যাপক সাড়া ফেলেছে।

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...