দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিভিন্ন সময় ধরা পড়ে জালনোট। আর এই জালনোট শনাক্ত করা আমাদের সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে এবার এডাটার মাত্র ৭৫০ টাকায় এমন এক পাওয়ার ব্যাংক নিয়ে এলো যা দিয়ে খুব সহজেই জালনোট শনাক্ত করতে পারবে!
জালনোট নিয়ে মাঝে মধ্যেই আমাদের বেশ বেকায়দায় পড়তে হয়। জালনোট ধরা পড়ার পর টাকাগুলো বাতিল হয়। আবার আরও সমস্যা হলো জালনোট আপনার কাছে পাওয়া গেলে তার দায়িত্বও আপনার ওপরেই বর্তায়। অর্থাৎ জালনোট সম্পর্কে আপনি কিছুই না জানলেও আপনার কাছে সেটি পাওয়া যাওয়ার কারণে আপনাকে এর মাশুল হিসেবে থানাতেও যেতে হতে পারে!
আবার জালনোট শনাক্ত করাও অনেক সময় আপনার পক্ষে সম্ভব হয় না। কারণ আসল এবং নকল চেনার উপায় থাকে না কিছু কিছু ক্ষেত্রে। তাই এবার এমন এক জালনোট শনাক্তকরণ পাওয়ার ব্যাংক আনা হয়েছে যা খুব কম দামে পাওয়া যাচ্ছে। এটির দাম মাত্র ৭৫০ টাকা! ৫০০০ এমএএইচ শক্তির এমন একটি পাওয়ার ব্যাংক এনেছে এডাটা। বাংলাদেশের বাজারে এই ডিভাইসটি বাজারজাত করছে গ্লোবাল ব্র্যান্ড। এই ডিভাইসটির বিশেষ আকর্ষণই হলো এটির জালনোট সনাক্ত করার ক্ষমতা।
পাওয়ার ব্যাংকটিতে থাকা বিশেষ এক ইউভি রশ্মি দিয়ে কোনো মুদ্রার নোট জাল কি না সেটি সনাক্ত করা যাবে। আবার দৈনন্দিন ব্যবহারে দাগ প্রতিরোধক (স্ক্র্যাচ রেসিসটেন্স) আবরণে তৈরি করা হয়েছে এই পাওয়ার ব্যাংক। যে কারণে সহজেই দাগ বা আঁচড় পরবে না ডিভাইসটিতে। মাত্র ১১৭ গ্রাম ওজনের এই পাওয়ারটির আকার ৯৯*৪৩*২২ মিলিমিটার। এটিতে ডিসি ৫ভি*১.০এ ইনপুট ও একই ক্ষমতার আউটপুট চ্যানেলও রয়েছে।
নতুন এই পাওয়ার ব্যাংকটির সঙ্গে এক বছর মেয়াদের ওয়ারেন্টি সেবা পাবেন এর গ্রাহকরা। গ্লোবালব্র্যান্ড ও এর সকল অনুমোদিত ডিলারের কাছে পাওয়া যাচ্ছে নতুন এই জালনোট শনাক্তকরণ ডিভাইসটি।