The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিয়ের পিড়িঁতে বসছেন অভিনেত্রী শবনম ফারিয়া

‘দেবী’ ছবিতে নীলু চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান এই অভিনেত্রী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বিয়ের পিড়িঁতে বসছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পাত্র একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হারুন অর রশিদ অপু।

বিয়ের পিড়িঁতে বসছেন অভিনেত্রী শবনম ফারিয়া 1

বিয়ের পিড়িঁতে বসছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পাত্র একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হারুন অর রশিদ অপু। ফারিয়া ও অপুর দুই পরিবারের সম্মতিতেই পারিবারিকভাবে আগামী বছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখ তাদের বিয়ের অনুষ্ঠান হবে। তার আগে ২৬ জানুয়ারি হবে মেহেদি উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর বিয়ের একদিন আগে হবে তাদের গায়ে হলুদ।

অপু ও ফারিয়ার মধ্যে যে প্রেম ছিল সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘাঁটলেই আঁচ পাওয়া যেতো। ফেসবুক ও ইনস্টাগ্রামে অপুর সঙ্গে ফারিয়া মাঝেমধ্যে ছবি শেয়ার করতেন। শুধু তাই নয়, শোবিজ সংশ্লিষ্ট অনেক আয়োজনেও দুজনকে প্রায়ই একসঙ্গে দেখাও গেছে। সবসময় তাদের দুজনকে হাসিখুশি এবং প্রাণোচ্ছল দেখা যেতো এসব অনুষ্ঠানে। শেষ পর্যন্ত সব সন্দেহ দূর করে অপু-ফারিয়ার চারহাত এক হতে চলেছে।

সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে নিজের বিয়ের খবর ও তারিখ জানান। ‘দেবী’ ছবিতে নীলু চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান এই অভিনেত্রী।

শবনম ফারিয়া বলেছেন, আজ হতে অন্তত আরও দু-বছর আগে অপুর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তবে ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে বিয়ে পিছিয়ে যায়। এক বছরের মাথায় আবার মারা যান আমার বাবা। সে কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সবকিছু গুছিয়ে উঠে বর্তমানে বিয়ের চূড়ান্ত দিন ধার্য হয়েছে।

হারুন অর রশিদ অপুর অঙ্গে শবনম ফারিয়ার বন্ধুত্ব হয় ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে। তারপর ফেসবুকে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও মজবুত হয়। ৩ বছর ধরে তাদের দুজনের বন্ধুত্ব বিদ্যমান। একটা সময় তারা দুজনেই পরস্পরের প্রতি ভালোবাসাও অনুভব করেন। অপু-ফারিয়ার সম্পর্ক তাদের দুই পরিবার জানলে এতে পূর্ণ সমর্থন থাকে। ফারিয়ার কাছ থেকে জানা যায় যে, এই বছর ফেব্রুয়ারিতে ঘরোয়াভাবে তাদের একেবারে আঙটি বদল হয়ে গেছে।

বিয়ের পিড়িঁতে বসছেন অভিনেত্রী শবনম ফারিয়া 2

উল্লেখ্য, মাঝে-মধ্যে মডেলিং করলেও ২০১৩ সালে শবনম ফারিয়া আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপরে’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই বছর নাটকটি ভালোবাসা দিবসে প্রচারের পর রাতারাতি পরিচিতি পান শবনম ফারিয়া। এরপর অসংখ্য দর্শক সমাদৃত নাটকে দেখা গেছে তাকে। তিনি কাজ করেছেন একাধিক বিজ্ঞাপন চিত্রেও। চলতি বছর ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয় করে পৃথক পরিচিতি পেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। রীতিমতো সকলের চোখে পড়ে গেছেন তিনি। প্রসংশাও পেয়েছেন অভিনয় করে। এবার বিয়ের পিঁড়িতে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন শবনম ফারিয়া।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...