The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নির্বাচনে হেরে যা বললেন হিরো আলম [ভিডিও]

হিরো আলমের প্রশ্ন- কেনো এজেন্টদের থাকতে দিলো না?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হিরো আলমের নির্বাচন মিশন শেষ হয়েছে। তবে হেরে যাওয়ার পর কী বলেছেন হিরো আলম? তার মুখের কথা শুনতে হলে ভিডিওটি দেখুন।

নির্বাচনে হেরে যা বললেন হিরো আলম [ভিডিও] 1

হারের পর এক ভিডিওতে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বহুল আলোচিত বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী হিরো আলম। তিনি দাবি করেন নির্বাচন সুষ্ঠু হলে তার জয় ছিলো সুনিশ্চিত।

৩০ ডিসেম্বর রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘ভোটের মাঠে আমি হেরে যায়নি। যদি সুষ্ঠু নির্বাচন হতো, আমাকে মারধর না করতো। তাহলে মনে করতাম আমি জিরো। যেহেতু ভোটের মাঠে আমার কর্মীদের থাকতেই দেয়নি, ভোটারদের ভোট দিতেই দেয়নি। আমাকেও ঢুকতে দেয়নি, সে জায়গায় তো আমি জিরো না; আমি অবশ্যই হিরো।’

হিরো আলম আরও বলেন, ‘কেনো এজেন্টদের থাকতে দিলো না? কী কারণ, যে জায়গায় আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী রয়েছে, হিরো আলমের এজেন্টদের সেখানে ঢুকতে দেয় না, হিরো আলমকেও ওরা মারধর করে। তাহলে সে জায়গায় আওয়ামী লীগের থেকেও আমিই শক্তিশালী মনে হয়।’

৪ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিওতে নতুন করে ভোট করার দাবিও তুলেছেন এই বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...