The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রকাশ পেয়েছে সাদ শাহ’র ‘বাঁচি তোর নিঃশ্বাসে’ [ভিডিও]

এই গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর করেছেন মমিন খান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিল্পী-সুরকার হিসেবে ইতিমধ্যে বেশ কিছু গানের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সাদ শাহ। তারই ধারাবাহিকতায় এবার বছরের প্রথম তার গান প্রকাশ পেয়েছে।

প্রকাশ পেয়েছে সাদ শাহ'র ‘বাঁচি তোর নিঃশ্বাসে’ [ভিডিও] 1

শিল্পী-সুরকার হিসেবে ইতিমধ্যে বেশ কিছু গানের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সাদ শাহ। তারই ধারাবাহিকতায় এবার বছরের প্রথম তার গান প্রকাশ পেয়েছে।

সাদ শাহ’র নতুন গানটির শিরোনাম ‌‘বাঁচি তোর নিঃশ্বাসে’। এই গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন মমিন খান এবং গানটির সংগীতাযোজন করেছেন সাদ নিজেই।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ভিডিওসহ নতুন এই গানটি প্রকাশ পেয়েছে। নতুন এই গানটির ভিডিও পরিচালনা করেছেন রাকিব আহমেদ। সাদের সঙ্গে মডেল হিসেবে ছিলেন শাকিলা পারভীন।

প্রকাশ পেয়েছে সাদ শাহ'র ‘বাঁচি তোর নিঃশ্বাসে’ [ভিডিও] 2

গানটি প্রসঙ্গে সাদ শাহ বলেন, গানটির কথা-সুর আমার বেশ মনের মতো হয়েছে। তারসঙ্গে মিল রেখে এর ভিডিওটি নির্মাণ করা হয়েছে। টাইগার মিডিয়াকে অনেক ধন্যবাদ এই গানটি প্রকাশের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। আমার বিশ্বাস দর্শক-শ্রোতাদের কাছে এই গানটি খুব ভালো লাগবে।

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...