The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’-এর শুটিং শুরু

‘গাঙচিল’ চলচ্চিত্রে অতিথি শিল্পি হিসেবে রয়েছেন কোলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা গাঙচিল উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘গাঙচিল’। এই সিনেমার শুটিং শুরু হয়েছে।

ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’-এর শুটিং শুরু 1

‘গাঙচিল’ ছবিটির গল্প তৈরি হয়েছে মূলত একটি চরে বসবাসরত মানুষদের জীবনব্যবস্থা নিয়ে। গত শুক্রবার হতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ চরএলাহী ইউনিয়নের গাঙচিল এলাকায় প্রথম ধাপের শুরু হওয়া ছবিটির শুটিং চলবে আগামী আরও ৮ দিন।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে এবং নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করবেন।

‘গাঙচিল’ চলচ্চিত্রে অতিথি শিল্পি হিসেবে রয়েছেন কোলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান এবং প্রিয় চট্টোপাধ্যায়।

ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’-এর শুটিং শুরু 2

এই চলচ্চিত্র সম্পর্কে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল সাংবাদিকদের বলেন, আগামী মার্চ মাসের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ করা হবে। এ বছরের মাঝামাঝির দিকে সিনেমাটি দর্শক দেখতে পাবেন বলে আসা করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...