দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তান ও ভারতের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয়ে দু:খ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দু’দেশের প্রতি ধৈর্য ধরার এবং সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন।
মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার পাকিস্তানী সমকক্ষ শাহ মেহমুদ কোরেশি’র সঙ্গে এক টেলিফোনালাপে এই আহ্বান জানিয়েছেন।
তিনি ভারত ও পাকিস্তানকে অবিলম্বে আলোচনার টেবিলে বসারও আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে দু’দেশের মধ্যে সৃষ্ট মতবিরোধ নিরসনে ইরান সব সময় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
আজ (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ভারতীয় সমকক্ষ সুষমা স্বরাজের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এই সম্পর্কে কোনো কারণ উল্লেখ না করে দায়িত্ব পালনে অপারগতার জন্য জনগণের কাছে ক্ষমাও চান।
তবে প্রেসিডেন্ট হাসান রুহানি তার পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে দায়িত্ব পালনে করে যাওয়ার অনুরোধ করেছেন। প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার স্বাভাবিক কাজে আবার ফিরে এসেছেন।