দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন ধরনের উগ্রবাদ এবং চরমপন্থি মতাদর্শ ছড়ানোর অভিযোগে বেশ কয়েক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। সেইসঙ্গে ইনস্টাগ্রামেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা হলেন :
১. অ্যালেক্স জোনস:
মার্কিন চরম ডানপন্থি রেডিও উপস্থাপক ও কন্সপিরেসি থিওরিস্ট।
২. লুইস ফারাখান:
নেশন অফ ইসলাম গ্রুপের নেতা, যিনি বিভিন্ন সময় ইহুদিবিদ্বেষ ছড়িয়ে থাকেন।
৩. পল নেলেন:
২০১৮ সালের মার্কিন কংগ্রেস নির্বাচনে স্বঘোষিত ‘শ্বেতাঙ্গপন্থি খ্রিষ্টান প্রার্থী’ ছিলেন তিনি।
৪. পল জোসেফ ওয়াটসন:
ব্রিটেনের রেডিও উপস্থাপক এবং কন্সপিরেসি থিওরিস্ট।
৫. মিলো ইয়ানোপুলস:
ব্রিটিশ রাজনৈতিক ভাষ্যকার ও ব্রাইটবার্ট নিউজের সাবেক সম্পাদক।
৬. লরা লুমার:
চরম ডানপন্থি ওয়েবসাইট রেবেল মিডিয়ার সাবেক সাংবাদিক
এই নিষেধাজ্ঞার বিষয়ে ফেসবুকের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হেট স্পিচ এবং সহিংসতা বিষয়ে ফেসবুকের নীতিমালা ভঙ্গ করেছেন। বিভিন্ন সংস্থা ও ব্যক্তি, যারা ঘৃণা ছড়ায় বা যারা শুধুমাত্র পরিচয়ের কারণে অন্যদের বর্জনের আহ্বান জানায়, তাদের ফেসবুকে কোনো রকম স্থান নেই।’
অপরদিকে ফেসবুকের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে নিজের পরিচালিত ওয়েবসাইট ‘ইনফোওয়ার্স’-এ লাইভস্ট্রিমে অ্যালেক্স জোনস বলেছেন, তারা শুধু আমাকে ব্যান করেনি, তারা আমার মানহানিও করেছে। অপরদিকে ব্রিটেনের রেডিও উপস্থাপক ওয়াটসন কোনো আইন ভঙ্গ করেননি বলে দাবি করেছেন তার টুইটারের এক পোস্টে।