The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

২ জিবি র‌্যামে ওয়ালটনের ফোরজি ফোন বাজারে পাওয়া যাচ্ছে

যার মডেল হলো ‘প্রিমো এইচএইট’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আরও একটি নতুন ফোরজি স্মার্টফোন বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্যের নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল হলো ‘প্রিমো এইচএইট’। আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোনটি ২ জিবি এবং ৩ জিবি র‌্যামের দুটি আলাদা সংস্করণে পাওয়া যাবে।

২ জিবি র‌্যামে ওয়ালটনের ফোরজি ফোন বাজারে পাওয়া যাচ্ছে 1

এই বিষয়ে ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানিয়েছেন, গত মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রিমো এইচএইট ফোনটির ৩ জিবি র‌্যামের সংস্করণটি বাজারে ছাড়া হয়েছিলো। ব্যাপক ক্রেতাচাহিদার কারণে চলতি মাসে ২ জিবি র‌্যামের আরেকটি সংস্করণ নিয়ে এলো ওয়ালটন। স্মার্টফোনটির ৩ জিবি ও ২ জিবি সংস্করণের মূল্য যথাক্রমে ৭,৯৯৯ টাকা ও ৭,০৯৯ টাকা।

ওয়ালটন সূত্রে আরও জানা গেছে, এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। ৫.৪৫ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন হলো ১৪৪০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত এই নতুন স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও। যে কারণে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার ও ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

‘প্রিমো এইচএইট’ অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। যে কারণে এই ফোনের কার্যক্ষমতা এবং গতি অনেক বেশি। নতুন এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ১.২৮ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর। সেইসঙ্গে রয়েছে পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স। যে কারণে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং ও দ্রুত ভিডিও লোড এবং ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধাও পাওয়া যাবে। স্মার্টফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইট। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

নতুন এই স্মার্টফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা, এতে ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। আকর্ষণীয় সেলফির জন্য মোবাইলটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ওমনিভিশন ক্যামেরা। এর ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো মোড, ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, টাচ-ফোকাস, অটো-ফোকাস, এইচডিআর, প্যানোরমা, সিন মোড, ফিংগার ক্যাপচারসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার রয়েছে।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য নতুন এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ ও ওটিজি। সেন্সর হিসেবে রয়েছে গ্রাভিটি (থ্রিডি), জিপিএস, এ-জিপিএস, প্রোক্সিমিটি, লাইট (ব্রাইটনেস) ইত্যাদি। নতুন এই স্মার্টফোনের সুরক্ষায় রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা। স্মার্টফোনটিতে দেওয়া যাবে স্ক্রিন লক পাসওয়ার্ডও।

মিডনাইট ব্লু, রোজ গোল্ড ও টোয়াইলাইট ব্লু এই ৩টি আকর্ষণীয় রঙে নতুন এই হ্যান্ডসেটটি বাজারে ছাড়া হয়েছে। এর অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, নোটিফিকেশন লাইট, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ইত্যাদি সুবধিা।

দেশে তৈরি ওয়ালটনের এই স্মার্টফোনে আরও রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যেই ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়া হবে বলে জানানো হয়েছে। ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে এই ফোনের ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়াও স্মার্টফোনে এক বছরের আর ব্যাটারি ও চার্জারে ৬ মাসের বিক্রয়োত্তর সেবাও রয়েছে।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali